বিকাশ সরকার, হলদিবাড়ি, ২৭ জুলাই ২০২২ : ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে করোনার বুস্টার ডোজ ভ্যাকসিন দিতে উপভোক্তারা ভিড় জমিয়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। উল্লেখ এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বিগত কয়েকদিন ধরে। কিন্তু আজ ঝিরঝিরি বৃষ্টির মধ্যেও বুস্টার ডোজ নিতে লাইনে দাঁড়িয়েছেন নারী পুরুষ সকলেই। বোয়ালমারী নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ফিমেল মাল্টিপারপাস স্টাফ অনুপমা সরকার বলেন, যারা প্রথম এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন তাদের প্রত্যেককে তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, বিভিন্ন এলাকা থেকে আগত উপভোক্তাদের বুস্টার ডোজ দেওয়ার পাশাপাশি যারা দ্বিতীয় ডোজ নেয়নি তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এদিন নিজেদের এলাকায় ভ্যাকসিন নিতে পেরে খুশি প্রকাশ করলেন ভ্যাকসিন নিতে আসা এলাকার স্থানীয় বাসিন্দারা।
