ইছাপুরে বধূর রহস্যমৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগে তোলপাড় পরিবার ও প্রতিবেশীরা

বিশ্বজিৎ নাথ : ইছাপুর আনন্দমঠ তেঁতুলতলায় বৃহস্পতিবার সকালে মিলল এক বধূর নিথর দেহ। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে—এমনটাই অভিযোগ উঠেছে মৃতার বাবার পক্ষ থেকে। মৃতা পম্পা চ্যাটার্জি, বয়স ৪৩। ঘটনাস্থলে পৌঁছে নোয়াপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

পম্পার বাবা সুশান্ত সরকার, যিনি ইছাপুর মিস্ত্রিপাড়ার বাসিন্দা, কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমার মেয়ের জীবনে কখনও সুখ ছিল না। দীপঙ্করের সঙ্গে বিয়ের পর থেকেই অশান্তি লেগেই থাকত। জামাইয়ের একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। ও এলেই ঝগড়া হত। এবার সে আর ফিরল না।”

তিনি আরও বলেন, “আমি নিশ্চিত, আমার মেয়েকে ও ওর বাবার সঙ্গে মিলে শ্বাসরোধ করে খুন করেছে।”

অন্যদিকে, মৃতার শ্বশুর দিলীপ কুমার চ্যাটার্জি পাল্টা দাবি করেছেন, “বউমাই তো এতদিন আমার দেখভাল করত। ওর মেয়ে হায়দ্রাবাদে পড়তে যাবে, সেটা নিয়ে চিন্তায় ছিল। টেনশন থেকেই হয়তো হার্ট অ্যাটাক হয়েছে।”

পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃতার স্বামী দীপঙ্কর চ্যাটার্জিকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *