তেলের ট্যাঙ্কারে গরু-মহিষ পাচারের ছক ভেস্তে দিল বিএসএফ, গ্রেফতার ৯

শিলিগুড়ি: অভিনব কায়দায় তেলের ট্যাঙ্কারে করে গরু-মহিষ পাচারের ছক বানচাল করল সীমান্তরক্ষী বাহিনী (BSF)। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একদল গরু-মহিষ পাচারকারীকে পাকড়াও করে। বিহার থেকে আসামের উদ্দেশ্যে রওনা হওয়া ওই ট্যাঙ্কারটি আটক করা হয় এবং সেখান থেকে বাচ্চাসহ ৪০টি গরু-মহিষ উদ্ধার করা হয়েছে।

অভিযানে ৯ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে, যাদের সকলেই আসামের বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধার হওয়া গরু-মহিষ এবং ধৃতদের এজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই গরু-মহিষগুলি কোনও বৈধ লাইভস্টক পারমিট ছাড়াই পাচার করা হচ্ছিল। পাচারকারীরা শিলিগুড়িকে করিডোর হিসেবে ব্যবহার করে ফুলবাড়ি সীমান্ত পেরিয়ে পশুগুলোকে আসামে পাচার করার পরিকল্পনা করেছিল।

BSF busts cow-buffalo smuggling scheme in oil tanker; 9 arrested

পুলিশ ইতিমধ্যেই ধৃত ৯ জনকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে এবং এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, গরু-মহিষ পাচার রুখতে কড়া নজরদারি চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *