সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের বিশুদ্ধ পানীয় জলের সুবন্দোবস্ত করল বিএসএফ

বিকাশ সরকার, হলদিবাড়ি : সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের বিশুদ্ধ পানীয় জলের সুবন্দোবস্ত করল বিএসএফের ফিফটিন নম্বর ব্যাটেলিয়ানের হেমকুমারী অঞ্চলে অবস্থিত শামিলা বস বিপিওর পক্ষ থেকে। এদিন আড়াইশো লিটার পর্যন্ত সরবরাহকারী বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পাবেন এলাকার সর্বস্তরের জনসাধারণ। বিগত দিনেও বিএসএফের ফিফটিন নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বসবাসকারী সাধারণ মানুষদের জন্য নানা ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত করেছেন।

বিএসএফের ফিফটিন নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে কমান্ডেন্ড অরুণ কুমার সিং বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে আমরা বিভিন্ন রকম পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করছি।

BSF has arranged clean drinking water for people living in border areas

ডিআইজি নির্মাণ সিং উজলা বলেন, বিএসএফ সর্বদাই সীমান্তবর্তী এলাকার মানুষদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে তাদের পাশে রয়েছে এবং থাকবে। এদিন উপস্থিত ছিলেন ডিআইজি নির্মাণ সিং উজলা, কমান্ডেন্ট অরুন কুমার সিং, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সুবোধ কুমার, ইন্সপেক্টর বিক্রম সিং , হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান রামপ্রসাদ বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *