নিজেদের সমস্যা সমাধানের জন্য সাংসদের দ্বারস্থ BSF আধিকারিক

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ আগস্ট’২৩ : দীর্ঘদিন ধরেই অ্যাপ্রোচ রোডের সমস্যা। BSF ক্যাম্পাসে ঢোকার রাস্তা বেহাল। সাংসদকে পেয়ে সমস্যা সমাধানের জন্য সাংসদের দ্বারস্থ BSF আধিকারিক। জলপাইগুড়ি আসামমোড় স্থিত ১৫১ নং ব্যাটেলিয়ানের ক্যাম্পাসের পরিদর্শনে গেলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। বুধবার সাংসদ ১৫১ নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট অজয় কুমারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ক্যাম্পাসে কী কী সমস্যা আছে তা জানতে চান সাংসদ। ক্যাম্পাসের জন্য তিনি কীভাবে সাহায্য করতে পারেন সেটাও জানান সাংসদ।

জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় বলেন,, নতুন ব্যাটেলিয়ান এসেছে আসামমোড় ক্যাম্পাসে। তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলাম।ক্যাম্পাসে কী কী সমস্যা আছে তা দেখলাম। জাতীয় সড়ক উচু হয়ে যাবার ফলে ক্যাম্পাসে জল জমে গেলে তা বের হবার কোন জায়গা নেই। ক্যাম্পাসে ঢোকার অ্যাপ্রোচ রোডের সমস্যা আছে। আমি বলেছি সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে আমাকে জানাতে আমি চেষ্টা করব আমার সাংসদ তহবিল থেকে বানিয়ে দেবার।

নিজেদের সমস্যা সমাধানের জন্য সাংসদের দ্বারস্থ BSF আধিকারিক| BSF officials approach MPs to resolve their issues

এদিকে ১৫১ নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট অজয় কুমার বলেন সাংসদ আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন। আমরা সাংসদের কাছে অ্যাপ্রোচ রোডের সমস্যার কথা জানিয়েছি। জমা জলের একটু সমস্যা হচ্ছে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *