জলপাইগুড়িতে এসআরএমবি চ্যাম্পিয়নশিপ ফুটবলে চ্যাম্পিয়ন বি.এস.পি.সি, সেরা খেলোয়াড় জিতু মাধুলি

জলপাইগুড়ি: জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে রোমাঞ্চকর ফাইনাল লড়াই শেষে এসআরএমবি চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতার শিরোপা উঠল বি.এস.পি.সি–র ঝুলিতে। রবিবার আয়োজিত ফাইনালে বি.এস.পি.সি (জলপাইগুড়ি) ৩–০ গোলে হারাল শক্তিশালী প্রতিপক্ষ ইউনাইটেড আফ্রিকান একাদশকে।

রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন আয়োজিত এই ১৮তম বর্ষের প্রতিযোগিতা শুরু হয়েছিল ১৬ আগস্ট, যেখানে উত্তরবঙ্গ ছাড়াও বাইরের মোট আটটি দল অংশ নেয়। ফাইনালের শুরু থেকে শেষ পর্যন্ত জমজমাট লড়াই উপভোগ করেন উপচে পড়া দর্শক।

ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ এবং প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বি.এস.পি.সি–র জিতু মাধুলি। অন্যদিকে, ফেয়ার প্লে ট্রফি জিতেছে আসামের রাইমোনা এফ.সি।

পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্টজনেরা। স্থানীয় ও বাইরের নামী দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিপুল উন্মাদনা তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *