নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ মে ২০২২ : অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে ২৫৬৬ তম বুদ্ধ জয়ন্তী উদযাপন করা হল জলপাইগুড়িতে। সোমবার শহরের ভানু নগর রেসকোর্স পাড়া দেছেন ছৈলিং গুম্ফায়। এদিন বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

পাশাপাশি গুম্ফায় সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। “ভগবান বুদ্ধ ‘র জন্ম জয়ন্তী উপলক্ষে জলপাইগুড়ির ভানু নগর রেসকোর্স পাড়া দেছেন ছৈলিং গুম্ফায় সকাল থেকে মন্ত্রপাঠ ও পুজা অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। শোভাযাত্রায় ভগবান বুদ্ধ’র লীলা কাহিনী ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়।

পাশাপাশি ধর্মীয় গ্রন্থ (ত্রিপিটক) মাথায় নিয়ে ভানু নগর গুম্ফা থেকে বর্ণাঢ্য শোভা যাত্রাটি ঐ এলাকা ঘুরে জলপাইগুড়ি শহর পরিক্রমা করে আবার গুম্ফা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভা যাত্রায় অংশগ্রহণ করেন জলপাইগুড়ির বুদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা।

দেছেন ছৈলিং গুম্ফা কমিটির সম্পাদক কিশোর সিং তামাং বলেন, আজ সারাদিন ব্যাপী গুম্ফায় ভগবান বুদ্ধর ধর্মকথা পাঠের পর ভক্তদের আর্শিবাদ করবেন ধর্মগুরু। পুজা পাঠ শেষে ভক্তদের মধ্য প্রসাদ বিতরণ করা হবে বলে জানান তিনি ।