শিলিগুড়ি : মাটিগাড়া থানার বেলডাঙ্গিতে সিভিক ভলেন্টিয়ার দম্পতির বাড়িতে চুরির ঘটনায় শোরগোল। তবে পুলিশের তৎপরতায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দুষ্কৃতী গ্রেফতার এবং চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করে নজির গড়ল মাটিগাড়া থানা।
রবিবার সকালে কাজে বেরিয়েছিলেন মাটিগাড়া থানার বেলডাঙ্গির বাসিন্দা, সিভিক ভলেন্টিয়ার স্বামী-স্ত্রী। বেলা ১২টার সময় বাড়ি ফিরে দেখতে পান ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ। মাথায় হাত পড়ে দম্পতির। দ্রুত মাটিগাড়া থানায় গিয়ে বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন তারা।
চুরির ঘটনায় সোনা ও রুপোর অলংকারসহ আরও বেশ কিছু সামগ্রী খোয়া যায়। পুলিশের অ্যান্টি ক্রাইম উইং দ্রুত তদন্ত শুরু করে।
সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সূত্রের খবর বিশ্লেষণ করে পুলিশ চোরের পরিচয় শনাক্ত করে। কয়েক ঘণ্টার মধ্যেই পতিরাম জোতের বাসিন্দা দীপক দাস নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তল্লাশিতে দেখা যায়, চুরি করা সমস্ত সামগ্রী একটি টেডি বিয়ারের মধ্যে লুকিয়ে রেখেছিল ধৃত।
ধৃতকে গ্রেফতার করার পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী সিভিক ভলেন্টিয়ার দম্পতির হাতে তুলে দেয় পুলিশ। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পুলিশের দক্ষতার ভূয়সী প্রশংসা শুরু হয়েছে।
মাটিগাড়া থানার পুলিশ জানিয়েছে, ধৃত দীপক দাসকে আজ, সোমবার, শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।
পুলিশের দ্রুত তদন্ত এবং অভিযানে দুষ্কৃতী গ্রেফতার এবং সামগ্রী উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয় বাসিন্দারা মাটিগাড়া থানার পুলিশের এই তৎপরতার জন্য সাধুবাদ জানিয়েছেন।