শিলিগুড়ি: ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরির অভিযোগে প্রধাননগর থানার পুলিশ গ্রেফতার করল মহম্মদ করিমকে, শালবাড়ির বাসিন্দা। অভিযানে উদ্ধার হয়েছে চুরি যাওয়া টিভি, গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য সামগ্রী।

ঘটনার সূত্রপাত শ্যারন বেঞ্জামিন মোক্তান নামে এক মহিলার বাড়িতে চুরির মাধ্যমে। কার্শিয়াঙের বাসিন্দা শ্যারনের প্রধাননগরের শিশাবাড়ি এলাকায় একটি বাড়ি রয়েছে, যা ছয় মাস ধরে ফাঁকা ছিল। ৩০ ডিসেম্বর ওই ফাঁকা বাড়িতে চুরি হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শ্যারন ঘটনাস্থলে এসে দেখেন, বাড়ির সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বেশ কিছু জিনিস চুরি হয়েছে।।

পরদিন, ৩১ ডিসেম্বর, শ্যারন প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শালবাড়ি এলাকা থেকে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। পুলিশি জেরায় চুরির ঘটনা স্বীকার করে যুবকটি এবং তার দেখানো পথে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী।
ধৃত যুবককে গ্রেফতার করে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েই চুরির ঘটনা ঘটেছিল। ঘটনায় প্রধাননগর থানার পুলিশের দ্রুত পদক্ষেপে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।