জলপাইগুড়িতে উদ্ধার প্রায় ৩০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ, গ্রেপ্তার এক

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ জুলাই ২০২২ : ফের বড়সড় সাফাল্য পেলো বনদফতরের বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ। উদ্ধার প্রায় ৩০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ। গ্রেফতার ভিনরাজ্যের বাসিন্দা। জানা গেছে, গোপন সূত্রে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের কাছে খবর আসে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি গামী ৩১নং জাতীয় সড়ক ধরে প্রচুর বহুমূল্য চোরাই কাঠ পাচার হবে। সোর্স মারফত পাওয়া সেই খবরের ভিত্তিতে রবিবার সকালে জলপাইগুড়ির করতোয়া এলাকায় ৩১নং জাতীয় সড়কে অভিযান চালায় বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। দুরপাল্লার ট্রাকগুলি থামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশিতেই একটি ট্রাক থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বহুমূল্য বার্মাটিক কাঠ,যার কোনো বৈধ নথি ছিল না। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় ট্রাকের চালক এমডি একলাস’কে। জানা গেছে,তার বাড়ি হরিয়ানায়। বনদফতর সূত্রে খবর, ট্রাকের চালক জেরায় স্বীকার করছে আসাম থেকে কাঠগুলি কলকাতা পাচার করা হচ্ছিল। এই কাঠের মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, গত দুই সপ্তাহে এই নিয়ে তিনটি অভিযানে সাফল্য পেলো বেলাকোবা রেঞ্জ। গত ১১ জুলাই একইভাবে পাচারের সময় ২০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ উদ্ধার হয়েছিল। এরপর ১৯ জুলাইতেও অভিযান চালিয়ে পাচারের আগেই ২০ লক্ষ টাকার কাঠ উদ্ধার হয়। এরপরে আজ ২৪ জুলাই উদ্ধার হল ৩০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *