সংবাদদাতা, জলপাইগুড়ি, ২ সেপ্টেম্বর’২৩ : ৩১ শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন মানুষের কাছে জানতে চান তারা কি চান। সবাই বলে মহকুমা। তিনি বলেন বিধায়ক বা সাংসদ কোনোদিন এবিষয়ে কিছু বলেননি। ধূপগুড়িতে হারলেও সুবিধা পেয়েছেন। হাসপাতালের মানোন্নয়ন হবে। নদী দিয়ে ঘেরা জলপাইগুড়ি জেলার কৃষিজমিতে জলসেচের ব্যবস্থা করা হচ্ছে। আজকে সেপ্টেম্বর মাসের ২ তারিখ। ৩১ শে ডিসেম্বরের মধ্যে মহকুমা হবে। মহকুমা হলে হাসপাতাল এমনিতেই মহকুমা হাসপাতাল হবে। বিজেপির একটা নেতা মহকুমা নিয়ে কথা বলেনি। সোস্যাল মিডিয়াতেও বলেনি।
