জলপাইগুড়ি: জেলার ক্রিকেটের উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে জলপাইগুড়ি সফরে এলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। সঙ্গে ছিলেন সিএবি-র প্রতিনিধি সুশান্ত ব্যানার্জি, প্রবীর চক্রবর্তী ও রক্তিম বণিক। সিএবি সভাপতি হওয়ার পর এটাই তার প্রথম জলপাইগুড়ি সফর, যা নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

শুক্রবার বিকেলে তিনি জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা (DSA) কার্যালয়ে পৌঁছালে সংস্থার পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস, সাধারণ সম্পাদক সুহৃদ মণ্ডল (ভোলা) সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
স্নেহাশিস গাঙ্গুলি, সভাপতি, সিএবি, বলেন, “জেলা স্তরে ক্রিকেটের বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। জলপাইগুড়ির মতো জায়গা থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসুক, সেটাই আমাদের লক্ষ্য। জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে মিলে আমরা আগামী দিনে কাজ করব।”