সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ জুন ২০২৩ : ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জলপাইগুড়ি শহর আঞ্চলিক কমিটির যুবতী টিমের কনভেনশন সংগঠিত হলো শনিবার জলপাইগুড়ি এবিপিটিএ হলে। আজকের কনভেনশন পরিচালনা করেন যুব নেত্রী পূর্না দত্ত, সোহিনী রায়, সুমনা ঘোষ। বক্তব্য রাখেন শহর আঞ্চলিক কমিটির সভাপতি দেবরাজ বর্মন, কনভেনশনে প্রতিবেদন পেশ করেন যুবতী টিমের যুগ্ম কনভেনার সোহিনী রায়। কনভেনশনে শতাধিক যুবতীর উপস্থিতিতে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ৭ জন যুবতী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

কর্মক্ষেত্রে যুবতীদের নিরাপত্তা গোটা দেশের সাথে পশ্চিমবঙ্গে ছাত্রী ও যুবতীদের প্রতিদিন আক্রান্ত হবার ঘটনা, মহিলা কুস্তিগীরদের ওপর বিজেপি নেতৃত্বের অশালীন আচরণের পরও তাদের বিরুদ্ধে সরকারের কোন ব্যবস্থা না নেওয়া, মনুবাদের দৃষ্টিভঙ্গি থেকে গোটা ভারতবর্ষে নারীদের ওপর নির্লজ্জ আক্রমণ ও ভারতবর্ষের আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে দ্বিতীয় পার্লামেন্ট ভবন উদ্বোধনের না ডেকে হিন্দু রাষ্ট্র গঠনের নির্লজ্জ অপপ্রচেষ্টার বিরুদ্ধে কনভেনশনে যুবতীরা আওয়াজ তুলে ডিওয়াইএফআই’এর পতাকা তলে সমস্ত যুবতীদের একত্রিত হওয়ার আহ্বান জানান।
