সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ মার্চ’২৪ : বৃহস্পতিবার সন্ধ্যায় বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী হলেন জলপাইগুড়ি শহরের মহামায়া পাড়ার বাসিন্দা আনন্দচন্দ্র কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা যুব নেতা দেবরাজ বর্মন। দেবরাজ বর্তমানে

ডিওয়াইএফআইয়ের জলপাইগুড়ির শহর লোকাল কমিটির সভাপতি। এছাড়া জেলা কমিটির সদস্যও। বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই দেওয়াল লেখা শুরু হয় শহরে। প্রার্থী বলেন, কেন্দ্র এবং রাজ্যের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রচার করা হবে।

সাধারণ মানুষের দাবীদাওয়া নিয়ে বামেরা সারাবছরই আন্দোলন করে থাকে। জয়ের ব্যাপারে তিনি যথেষ্টই আশাবাদী। এদিন দেবরাজ বর্মনের সমর্থনে জলপাইগুড়ি শহরে মিছিল বের করা হয় ডিবিসি রোডের জেলা দপ্তর থেকে। মিছিলে উপস্থিত ছিলেন সলিল আচার্য, পরিতোষ ঘোষ সহ অন্যরা।