বিএসএফের ১৫ নম্বর ব্যাটালিয়নের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

বিকাশ সরকার, হলদিবাড়ি : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মেখলিগঞ্জ মহাকুমা হলদিবাড়ি ব্লকের খালপাড়া বিএসএফের ১৫ নম্বর ব্যাটালিয়নের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন বিএসএফের ১৫ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড বিকে মন্ডল এবং গৌরব সিং।

উল্লেখ্য ১৯৭১ সালে খালপাড়া বিএসএফ ক্যাম্পে ডিউটি রত ৩ বিএসএফের জওয়ান পাক সেনাদের ছোঁড়া মর্টারে শহীদ হন। দুজন ঘটনাস্থলে প্রাণ ত্যাগ করলেও মান বাহাদুর রাই নামে অন্য এক জওয়ান গুরুতর আহত অবস্থায় খালপাড়া বিএসএফ ক্যাম্পে মৃত্যুশয্যায় ছটফট করতে থাকেন।

অবশেষে প্রাণ ত্যাগ করেন। আজও তার মৃত্যুশয্যার স্টিলের খাটটি অক্ষত অবস্থায় এবং সুসজ্জিত অবস্থায় রয়েছে খালপাড়া বিএসএফ ক্যাম্পে। যেখানে আজও বিএসএফের কর্মীরা প্রতিনিয়ত শ্রদ্ধাঞ্জলি জানান পুষ্পস্তবক দিয়ে। বিএসএফের ১৫ নম্বর ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড বিকে মন্ডল বলেন, ১৯৭১ সালে খালপাড়া বিএসএফ ক্যাম্পে কর্মরত ৩ বিএসএফ জওয়ান পাকিস্তানের ছোড়া মর্টারে শহীদ হন।

যথা মোহিনী মোহন রায়, মন বাহাদুর রাই,, অনিল কুমার সরকার। তাই ২৬ শে জানুয়ারি তাদের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের সাথে সাথে শহীদের সুরক্ষিত স্টিলের খাটটিতেও শ্রদ্ধা জানানো হয় বিএসএফের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সেকেন্ড ইন কমান্ড বিকে মন্ডল সেকেন্ড ইন কমান্ড গৌরব সিং, ডেপুটি কমান্ডার রাজিব রঞ্জন, ধর্মেন্দ্রর কুমার, ইন্সপেক্টর এসকে নায়েক, আর আর বাঘেল, ভি বালাকৃষ্ণ, সাব ইন্সপেক্টর সন্দীপ কুমার সহ অন্যান্য কোম্পানি কমান্ডারারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *