একঝাঁক গুণীজনের উপস্থিতিতে জনমত পত্রিকার শতবর্ষ উদযাপন

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩০ ডিসেম্বর’২৩ : একঝাঁক গুণীজনের উপস্থিতিতে শত বর্ষ উদযাপন জনমত পত্রিকার। উল্লেখ্য যাত্রা শুরু হয়ে ছিলো বৃটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামী জ্যোতিষচন্দ্র সান্যালের হাত ধরে ১৯২৪ সালে । সেই থেকে থামেনি আজও প্রকাশনা, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বহু মানুষের স্মৃতির কোনে উকি দেয় জনমত পত্রিকার শক্তিশালী সম্পাদকীয় সহ খবর। পরবর্তীতে সম্পাদক এর গুরু দায়িত্ব পালন করেন জলপাইগুড়ি শহরের আরেক সুসন্তান, পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রয়াত মুকুলেশ সান্যাল, সহ স্বাধীনতা আন্দোলনে অনন্যা পত্রপত্রিকার পাশাপাশি জনমত পত্রিকার ভূমিকা আজও বর্ণিত আছে ইতিহাসের পাতায়।

Centenary celebration of Janamat magazine in the presence of a bunch of geniuses

শনিবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হল বিশিষ্ট জনেদের উপস্থিতিতে শত বর্ষে পদার্পণ করা জনমত পত্রিকার শত বার্ষিকী উদযাপন হলো ঐতিহ্য মেনেই। অনুষ্ঠানে জলপাইগুড়ির প্রাক্তন সদর মহকুমা শাসক নিত্য সুন্দর ত্রিবেদী, রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্ত, সমাজ বিজ্ঞানী ড: রাজিব নন্দী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এদিন সাহিত্য আলোচনা সভা, কবিতা , গল্প পাঠ , আলোচনা সভা, স্মারক গ্রন্থ প্রকাশ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শতবর্ষ উৎসব উদযাপন উপলক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *