Cricket : চ্যাম্পিয়ন্স ট্রফি’25; ভারতের বিজয় উৎসব – জলপাইগুড়ি- শিলিগুড়িতে আনন্দের ঢেউ (ভিডিও সহ)

জলপাইগুড়ি ও শিলিগুড়ি : আনন্দের রাত, উৎসবের রাত, চ্যাম্পিয়নদের রাত। একযুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরে এল ভারতীয় দলের হাতে, আর গোটা দেশ যেন এক বিশাল মঞ্চে পরিণত হল। ক্রিকেট যে শুধু একটা খেলা নয়, বরং আবেগ, সেটা আরও একবার প্রমাণ হল দুবাই থেকে জলপাইগুড়ি-শিলিগুড়ি পর্যন্ত।

ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের দুর্দান্ত জয় যেন গোটা জাতির হৃদয়ে আনন্দের বিস্ফোরণ ঘটাল। রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডব, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের স্পিন ম্যাজিক – সব মিলিয়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল “মেন ইন ব্লু”। ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত ৪৮.৫ ওভারে ৬ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয়। রোহিতের ৭৬, শ্রেয়স আইয়ারের ৪৮ এবং লোকেশ রাহুলের দায়িত্বশীল ইনিংস ভারতের জয় নিশ্চিত করে। এই জয়ের মাধ্যমে ভারত বুঝিয়ে দিল, বিশ্ব ক্রিকেটের মঞ্চে তারা এখনও অপরাজেয়!

ফাইনালে ভারতের জয়ের সঙ্গে সঙ্গে জলপাইগুড়িতে যেন উৎসবের ঢেউ বয়ে গেল। কদমতলা মোড়ে রাত যত বাড়তে থাকল, ততই মানুষের ভিড় বাড়ল। ছোট থেকে বড়, সবাই রাস্তায় নেমে পড়ল হাতে জাতীয় পতাকা নিয়ে। কেউ বাজাচ্ছে ব্যান্ড, কেউ আবার বাজি ফাটিয়ে উদযাপন করছে। কিছু মানুষ থালা-বাটি বাজিয়ে “ইন্ডিয়া ইন্ডিয়া” বলে চিৎকার করছে, যেন এটাই তাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত।

কেউ কেউ রঙ মেখে অকাল হোলিতে মেতে উঠল। শহরের বিভিন্ন এলাকায় মোটরবাইক মিছিল দেখা গেল, যেখানে যুবকরা ভারতের জাতীয় পতাকা হাতে নেচে-গেয়ে উল্লাস করল। পুলিশও পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত ছিল, যাতে উৎসবের আনন্দে কোনো বিশৃঙ্খলা না হয়।

জলপাইগুড়ির মতোই শিলিগুড়ির সফদর হাসমি চকে উপচে পড়ল জনস্রোত। সকাল থেকেই খেলা দেখার প্রস্তুতি শুরু হয়েছিল শহরের বিভিন্ন জায়গায়। রাস্তার মোড়ে মোড়ে জায়ান্ট স্ক্রিন বসিয়ে খেলা দেখা চলল, আর শেষ মুহূর্তের উত্তেজনায় শহর যেন দমবন্ধ করে অপেক্ষা করছিল।

ভারতীয় দলের জয়ের সঙ্গে সঙ্গে শিলিগুড়ি যেন উৎসবের শহরে রূপান্তরিত হল। আতশবাজির রোশনাই, ঢোল-নাগাড়ার তালে নাচ, একে অপরকে মিষ্টিমুখ করানো—সব মিলিয়ে এক অনন্য আবেগঘন মুহূর্ত। ৮ থেকে ৮০, সবাই এই উৎসবে শামিল হল। মহিলা ও শিশুদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।

পুলিশ প্রশাসনও সতর্ক ছিল, যাতে বিজয়োৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়। সফদর হাসমি চকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল, ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর ও শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস নিজে উপস্থিত ছিলেন পরিস্থিতি সামাল দিতে।

একযুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় শুধু ক্রিকেটীয় সাফল্য নয়, বরং এক আবেগের বিস্ফোরণ, যা কাশ্মীর থেকে কন্যাকুমারী, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি—সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই জয় ভারতীয় ক্রিকেটের জন্য এক নতুন অধ্যায়, আর সমর্থকদের জন্য এক অনন্য গর্বের মুহূর্ত। এই রাত ইতিহাস হয়ে থাকবে—যেখানে ভারত শুধু একটি ট্রফি জেতেনি, বরং কোটি কোটি হৃদয় জয় করেছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *