সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ জুলাই’২৩ : জলপাইগুড়ি মারোয়ারী বালিকা বিদ্যালয় থেকে দু দফায় মোট ৩০ টি গোখরো সাপের ছানা উদ্ধার হয়েছে। ছানারা উদ্ধার হলেও এখনো খোঁজ পাওয়া যায়নি মা, বাবার। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি মারোয়ারী বালিকা বিদ্যালয়ে মাঝে মধ্যে সাপের ছানা দেখা যাচ্ছিলো। এরপর সোমবার বিকেলের দিকে স্কুলে গোখরো সাপের খোলস দেখা যায়। স্কুলের পক্ষ থেকে খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থা গ্রীন জলপাইগুড়িতে। খবর পেয়ে ছুটে আসেন গ্রীন জলপাইগুড়ির সাধারণ সম্পাদক অঙ্কুর দাস। এরপর তিনি স্কুলের বিভিন্ন জায়গা থেকে ২০ টি গোখরো সাপের ছানা উদ্ধার করে চলে যান। এরপর সন্ধ্যা নাগাদ স্কুলে আবার সাপের ছানা দেখা যায়। ফের খবর দেওয়া হয় অঙ্কুর দাসকে।তিনি আবার এসে আরও ১০ টি গোখরো সাপের ছানা উদ্ধার করে নিয়ে যান। স্কুলের কর্মী শম্ভু রায় বলেন, গত কয়েকদিন ধরে স্কুলে আমরা মাঝে মধ্যে সাপের ছানা দেখতে পাচ্ছিলাম। আজ সাপের খোলস দেখি। এরপর আবার সাপের ছানা দেখতে পাই। এরপর আমরা অঙ্কুর দাসকে খবর দেই। পরিবেশ কর্মী অঙ্কুর দাস বলেন, সাপের খোলস দেখে মনে হচ্ছে এটি পূর্ন বয়স্ক গোখরো সাপ। এরা একসাথে অনেক ডিম পাড়ে। ৩০ টির বেশি ছানা ফোটাতে পারে। আমরা আজ দু দফায় মোট ৩০ টি সাপের ছানা উদ্ধার করলাম। আরও সাপের ছানা থাকতে পারে। এদের বাবা, মা এখানে থাকতে পারে। তাই আজ কোন ধরনের ঝুঁকি না নিয়ে বন্ধ করা হলো মারোয়ারি বিদ্যালয়।
