ডুয়ার্স : ডুয়ার্সের সবুজ আচ্ছাদিত কারবালা চা বাগান শুক্রবার দুপুরে রূপ নিল এক অভূতপূর্ব মঞ্চে – যেখানে দুই বিশালাকার হাতির রুদ্ধশ্বাস লড়াই প্রত্যক্ষ করল স্থানীয়রা। রেতির জঙ্গল থেকে হঠাৎ বেরিয়ে এসে দাঁতাল হাতি ও একটি মাকনা হাতির মুখোমুখি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কারবালার শান্ত পরিবেশ। দীর্ঘক্ষণ ধরে চলে তাদের তুমুল লড়াই, আর সেই লড়াই দেখতে মুহূর্তে ভিড় জমে যায় চা বাগান চত্বরে।

খবর পেয়ে ছুটে আসে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড। বন কর্মীদের দক্ষ হস্তক্ষেপে শেষমেশ হাতি দুটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়। তবে এই দৃশ্যের তীব্রতা ও হঠাৎ উত্তেজনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাজুড়ে। চা বাগানবাসীর কৌতূহল ও আতঙ্ক মেশানো মুহূর্তের এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
দেখুন সেই চোখ ধাঁধানো হাতির লড়াইয়ের রেয়ার ভিডিও – প্রকৃতির অভূতপূর্ব নাট্যমঞ্চ থেকে সরাসরি।
চা আর চঞ্চলতা- ডুয়ার্সে এমন দিন সত্যিই বিরল।