IPL 2025 : চিপকে মুম্বইকে হারিয়ে দারুণ শুরু চেন্নাইয়ের

চেন্নাই, ২৩ মার্চ: আইপিএল ২০২৫-এ নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস (CSK)। রবিবার চিপকে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জিতে দুর্দান্ত সূচনা করল রুতুরাজ গায়কোয়াড়ের দল।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় মুম্বই ইন্ডিয়ান্স। শূন্য রানে আউট হন রোহিত শর্মা, তিলক ভার্মা (৩১) ও সূর্যকুমার যাদব (২৯) কিছুটা লড়লেও বড় ইনিংস খেলতে পারেননি। শেষদিকে দীপক চাহারের ১৫ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে MI।

চেন্নাইয়ের হয়ে বল হাতে ৪ উইকেট নেন নূর আহমেদ, এবং ৩ উইকেট তুলে নেন খলিল আহমেদ। তাদের বোলিংয়ে মুম্বইয়ের ব্যাটিং একেবারেই দিশেহারা হয়ে পড়ে।

১৫৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে CSK-এর শুরুটা বেশ ভালো হয়। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (৫৩) ও রাচিন রবীন্দ্র (৫৯) দুর্দান্ত ব্যাটিং করেন এবং দলকে জয়ের ভিত গড়ে দেন। যদিও শেষদিকে কিছুটা উইকেট পড়লেও ম্যাচ জয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি চেন্নাইয়ের জন্য। জাডেজা রান আউট হলেও, মহেন্দ্র সিং ধোনি ব্যাট হাতে মাঠে নামলেও খুব বেশি বল খেলার সুযোগ পাননি।

প্রথম ম্যাচেই ব্যাটিং বিভাগে ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সকে নিজেদের শক্তি ফিরে পেতে হবে, বিশেষ করে টপ অর্ডারের ব্যাটারদের ফর্মে ফিরতে হবে। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচেই ব্যালান্সড পারফরম্যান্স দেখিয়ে বুঝিয়ে দিল, এবারের আইপিএলেও তারা ভয়ংকর দল হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *