গোবর্ধন পুজোর মধ‍্য দিয়ে ছট পুজোর সূচনা হল

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ নভেম্বর’২৩ : গোবর্ধন পুজোর মধ‍্য দিয়ে ছট পুজোর সূচনা হল বুধবার। এদিন সকালে ছট‌ ভক্ত মহিলাদের গোবর্ধন পুজোর আয়োজন করতে দেখা যায়। হিন্দিভাষী সম্প্রদায়ের মানুষদের কাছে এই পুজো খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন নিয়ম মেনে তারা এই পুজোর আয়োজন করেন। প্রতি বছরই ছট পুজোর সূচনা হয় গোবর্ধন উৎসবের মধ্য দিয়ে। এই পুজো মূলত মহিলারাই করেন। সূর্য ও গো-‌দেবতাকে স্মরণ করেন তারা। ছোলা, গুড়, মটর, বাতাসা, গোবর, প্রদীপ ইত্যাদি উপকরণ দিয়ে হয় গোবর্ধন পুজো।

Chhata Puja started with Govardhan Puja

মহিলারা এদিন উপোস করে এই পুজো করেন। পুজো শেষে সকলে একে অপরের কপালে সিঁদুর পড়িয়ে দেওয়ার রীতি রয়েছে। জলপাইগুড়ি মাসকালাইবাড়ি হনুমান মন্দির সংলগ্ন এলাকায় এদিন সকালে গোবর্ধন পুজো করতে দেখা যায় ছট ভক্তদের। পরিবারের মঙ্গল কামনায় এই পুজো হয়ে থাকে বলে জানান ছট ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *