সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ অক্টোবর : বুধবার বিকেলে সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টো দিকের জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামোর কাজ খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এদিন স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকদের পাশাপাশি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্য স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন,

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কাজের গতি খতিয়ে দেখতে এসেছি। ২০২৩ সালের জুন জুলাইয়ের মধ্যে পরিকাঠামো অনেকটাই হয়ে যাবে। ২০২৪ সালের মধ্যে কাজ শেষ হবে মেডিক্যাল কলেজের। ৩২৫ কোটি টাকা ব্যয়ে এই মেডিকেল কলেজের নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে এবং ইতিমধ্যেই জাতীয় স্বাস্থ্য কমিশনও জলপাইগুড়ি এসেছিল ওনারাও খুব ভালো রিপোর্ট দিয়েছে। স্বাস্থ্য দপ্তরের মুখ্য সচিব আরো বলেন, এই শিক্ষা বর্ষে রাজ্যে মোট ৬০০ জন এমবিবিএস পড়ুয়া সুযোগ পাবে সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার।