‘ঝড়ের যা তাণ্ডব দেখলাম, তা দেখে নিজেই শিউরে উঠছি’- জলপাইগুড়িতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি ও শিলিগুড়ি, ১ এপ্রিল’২৪ : গতকাল রবিবার বিকেলের সামান্য কয়েক মিনিটের কালবৈশাখী ঝড় আর তাতেই লণ্ডভণ্ড অবস্থা জলপাইগুড়ি জেলার একাংশের। ইতিমধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকেই। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুর্যোগে ৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন রাতে বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছোন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে জলপাইগুড়ি পৌঁছান তিনি। বাগডোগরায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে বলেন, আমি প্রথমে জলপাইগুড়ি যাচ্ছি। ভয়াবহ ঝড়টা খুব ক্ষণিকের জন্য এসেছিল। ক্ষতি কোচবিহার ও আলিপুরদুয়ারেও হয়েছে। তবে জলপাইগুড়িতে পাঁচজন মারা গেছে। রাজ্য সরকার পাশে আছে। এখন যেহেতু এমসিসি চলছে, তাই প্রশাসন যা করার করবে। প্রশাসনের তরফে দুর্গতদের সব রকম ভাবে সাহায্য করা হবে।

পরিস্থিতি খতিয়ে দেখতে রাতেই জলপাইগুড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার আগে গোশালায় মৃত অনিমা বর্মণের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ময়নাগুড়ির ত্রাণ শিবিরে থাকা দুর্গতদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। অনিমা বর্মণের বাড়ি থেকে কালীতলা রোডে আরেক মৃত দ্বিজেন্দ্র নারায়ণ সরকারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। দুই পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। আশ্বাস দেন, প্রশাসন পাশে আছে।

সেখান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী পৌঁছে যান জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই আহতরা ভর্তি রয়েছেন। আহতদের দেখে তাদের সাথে কথা বলে বাইরে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানান, ‘ঝড়ের যা তাণ্ডব দেখলাম, তা দেখে নিজেই শিউরে উঠছি’, প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে আছে বলে জানান তিনি।

রাতেই ময়নাগুড়ির ত্রাণ শিবিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ঝড়ে মৃতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর তিনি চালসার উদ্দেশ্যে বেরিয়ে যান।

আজ সোমবার ঝড় বিধ্বস্ত জলপাইগুড়িতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে ঝড়ে আহতদের সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে তাঁর। পরিদর্শন করার কথা রয়েছে ঝড় বিধ্বস্ত এলাকাও।

পাশাপাশি আজ জলপাইগুড়ির ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করতে আসছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

জলপাইগুড়ির ঝড় বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রাতে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বিধ্বস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন বলেও পোস্টে জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলার বিজেপি কর্মীদেরও ঝড় বিধ্বস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *