খ্রীষ্টমাস ফেস্টিভ্যালের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জলপাইগুড়ি : সামনেই বড়দিন। শীতের আমেজে বড়দিনের উষ্ণতার আগমন। প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে রাজ্যের ১৪টি জেলার খ্রীষ্টমাস ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করেন তিনি।

আসাম মোড়ে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান
জলপাইগুড়ি খ্রীষ্টমাস ফেস্টিভ্যালের ভার্চুয়াল উদ্বোধন উপলক্ষে আসামমোড়ের ক্রাইস্ট দ্য রিডিমার ক্যাথেড্রাল-এ আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা শাসক শামা পারভিন, জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত, জিলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন, সহকারী সভাধিপতি সীমা চৌধুরী এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

জলপাইগুড়ি খ্রীষ্টমাস ফেস্টিভ্যাল ১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। ফেস্টিভ্যাল উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা ও বিশেষ আয়োজন।

জেলাশাসক শামা পারভিন বলেন, “খ্রীষ্টমাস ফেস্টিভ্যাল শুধু খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নয়, এটি সব ধর্মের মানুষের মিলনের উৎসব। এই ফেস্টিভ্যাল জলপাইগুড়ির সম্প্রীতির পরিবেশকে আরও সুন্দর করে তোলে।”

Chief Minister Mamata Banerjee inaugurated the virtual Christmas festival

বড়দিনের আগমনে জলপাইগুড়ি জুড়ে উৎসবের আবহ। খ্রীষ্টমাস ফেস্টিভ্যালের আয়োজন শহরের মানুষকে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি আনন্দে মেতে উঠতে দিচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শহরের মানুষ মেতে উঠবেন আগামী ১২ দিন ধরে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *