শিলিগুড়ি : তিন দিনের টানা ব্যস্ত উত্তরবঙ্গ সফর শেষ করে বৃহস্পতিবার দুপুরে কলকাতার উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তরকন্যা থেকে বেরিয়ে তিনি বাগডোগরা বিমানবন্দরের পথে যান। সেখান থেকে নির্ধারিত বিমানে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।
এই সফরে মুখ্যমন্ত্রী শিলিগুড়ি ও জলপাইগুড়ি জেলায় প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি একাধিক প্রকল্পের কাজের খতিয়ান নেন। বিশেষ করে পরিকাঠামো, সড়ক নির্মাণ, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা-সংক্রান্ত প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনিক বৈঠকে জেলা স্তরের কর্তাদের একাধিক দিকনির্দেশ দেন তিনি।

সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় নানা উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন ও পরিদর্শনও করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের চা শ্রমিকদের সমস্যার দিকেও বিশেষ নজর দেন তিনি। সফরকালে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও চাহিদা জানারও চেষ্টা করেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক সূত্রে খবর, কলকাতায় ফিরে আগামী সপ্তাহেই নবান্ন থেকে রাজ্যের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মমতা ব্যানার্জি। ফলে উত্তরবঙ্গ সফর শেষ হলেও তাঁর ব্যস্ত কর্মসূচি থামছে না, বরং আগামী দিনগুলোয় আরও ঘন ঘন বৈঠক ও প্রকল্প পর্যালোচনার সম্ভাবনা রয়েছে।