বিশ্বজিৎ নাথ : পরিবারের সঙ্গে কথা বলতে আর জি কর হাসপাতালে নির্যাতিতার পানিহাটির বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা পৌনে একটা নাগাদ নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ তিনি মৃত চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রবিবারের মধ্যে ঘটনার কিনারা করতে না পারলে তদন্তের ভার তিনি সিবিআইকে দিয়ে দেবেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রথমে যে ফোন করেছিল, তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। ভেতরের কেউ যদি থাকে, তারও তদন্ত হবে। প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে ঘটনার পরই নিহত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকি ঘটনায় অভিযুক্তদের তিনি ফাঁসির দাবিও করেছিলেন।