জলপাইগুড়ি : জ্বর সর্দি কাশির প্রভাব। এই উপসর্গ নিয়ে একাধিক শিশুর অভিভাবকরা শিশুদের নিয়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের শিশু বহির্বিভাগে চিকিৎসার জন্য উপস্থিত হলেন সোমবার। এদিন শিশু বহির বিভাগে যথেষ্টই ভিড় লক্ষ্য করা যায়। শহর ছাড়াও একাধিক দূরবর্তী এলাকা থেকেও শিশুদের নিয়ে লাইনে দেখা যায় দাঁড়াতে দেখা যায় মায়েদের। তাদের মধ্যে অনেকেই জানালেন তাদের শিশুদের জ্বর সর্দি কাশি রয়েছে তাই হাসপাতালে চিকিৎসা করাতে এসেছেন।
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের এমএসভিপি কল্যাণ খাঁ বলেন, এই সময় শিশুদের মধ্যে জ্বর সর্দি কাশি সাধারণত হয়। আবহাওয়ার পরিবর্তনের কারণে এমনটা হয়ে থাকে। তবুও দক্ষিণবঙ্গে যেহেতু এর প্রভাব অনেকটা লক্ষ্য করে যাচ্ছে তাই বিষয়গুলিকে হালকাভাবে নেওয়া হচ্ছে না। বেশি সমস্যা হলেই ডাক্তার দেখানোর অনুরোধ আমরা সকলকে করছি। এদিকে আজ সকালে জলপাইগুড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে বেশ কিছু ছাত্র-ছাত্রী অসুস্থ বোধ করলে তাদেরকে ছুটি দেওয়া হয়। এ বিষয়ে ওই স্কুলের প্রিন্সিপাল সত্য প্রকাশ দাস বলেন, কিছু পড়ুয়ার এই সমস্যা হয়েছিল। আমরা তাদেরকে স্কুলের পরীক্ষার পর ছুটি দিয়েছি।