সিআইডি-র ফের তলব, ক্ষোভ উগরে দিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং

কলকাতা : পুরানো একটি মামলায় আবারও সিআইডি-র তলব পেলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং। মামলাটি ২০২০ সালের ২৮ জুলাই ভাটপাড়া পুরসভার পক্ষ থেকে দায়ের করা। সিআইডি গত ৮ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে বলেছিল। কিন্তু সময় চেয়ে চিঠি পাঠান বিধায়ক। শুক্রবার আবার তাঁকে তলব করা হলেও বিধানসভার স্যান্ডিং কমিটির মিটিংয়ের কারণে হাজিরা দিতে পারেননি তিনি।

পবন সিং সরাসরি অভিযোগ করেছেন, তাঁকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে। তিনি বলেছেন, “জনপ্রতিনিধিদের অনেক দায়িত্ব থাকে। বারবার ডেকে সময় নষ্ট করা ঠিক নয়। যদি সত্যিই কিছু জানার থাকে, তাহলে একদিন সময় নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত প্রশ্ন করা হোক। এভাবে বারবার ডেকে হয়রানি করার উদ্দেশ্য রয়েছে।”

হাওড়ার একটি কোম্পানির ‘ঘুমন্ত পার্টনার’ ছিলেন পবন সিং। কোম্পানিটি একটি প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করতে পারেনি এবং কাজ সম্পন্ন করার জন্য পুরসভা থেকে সময় চেয়েছিল। কিন্তু পুরসভা সেই সময় দেয়নি। এ নিয়েই মামলার সূত্রপাত। পবন সিং জানিয়েছেন, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও তাঁকে তলব করা হচ্ছে।

বারবার তলবের বিরুদ্ধে এবার তিনি আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন। পবন সিং বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই ধরনের হয়রানি মেনে নেওয়া যায় না। আমি ফের সুপ্রিম কোর্টে যাব।”

বিধায়ক পবন সিংয়ের অভিযোগ, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে নিশানা করা হচ্ছে। “বারবার তলব করে জনপ্রতিনিধিদের কাজের সময় নষ্ট করা হচ্ছে,” বলেছেন তিনি। এর আগেও এমন অভিযোগ তুলেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *