পুরনো ভাল রাস্তা ফিরিয়ে পাওয়ার দাবিতে রাস্তা অবরোধ জলপাইগুড়িতে পুরনাগরিকদের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ জুলাই’২৩ : পুরনো ভাল রাস্তা ফিরিয়ে পাওয়ার দাবিতে রাস্তা অবরোধ করলো সেনপাড়ার মিলন বেকারী রোডের বাসিন্দারা। এখন বর্ষা মৌসম, রাস্তায় অবস্থা কঙ্কালসার অবস্থা। রাস্তার মধ্যে বড় বড় গর্তে বৃষ্টির জল জমে ভগ্ন দশা অবস্থা। গর্তে যখন তখন যে কোন যানবাহন পড়ে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীরা জানান।

এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে জলপাইগুড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের দিঘল বাজার থেকে মিলন বেকারি রাস্তা হয়ে উমাগতি স্কুল হয়ে জলপাইগুড়ি শহরে ঢোকার গুরুত্বপূর্ণ রাস্তাটি। উল্লেখ্য, এই রাস্তা ধরে যেমন পাশে পূর্বাঞ্চল স্কুল, জেলা স্কুল সহ অফিস আদালত থেকে শুরু করে শহরের অন্যান্য স্কুল, কলেজ এমন কি বাজার ঘাট হাসপাতালে যাওয়ার গুরুত্বপূর্ণ এটাই রাস্তা। এই রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থা হয়ে পড়ে আছে।

এলাকাবাসী ননীগোপাল সেন বলেন, দীর্ঘ বছর ধরে এই রাস্তার বেহাল দশা। এলাকার মানুষ থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকার মানুষও এই রাস্তায় চলাচলে দুর্ভোগের শিকার। দিনবাজার থেকে কোন টোটো, গাড়ি কেউই ভাড়া আসতে চায়না রাস্তা বেহাল অবস্থা জন্য। পুরসভায় বলা সত্বেও কাজের কাজ কিছু হয়নি। আমরা চাই এই ভাঙ্গা রাস্তা দ্রুত মেরামত করা হোক। এদিন রাস্তা অবরোধের জেরে ঘুরপথে যেতে হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন যানবাহন।

এক টোটো চালক দীনবন্ধু রায় বলেন, এই রাস্তা ধরে আমরা প্রতিদিনই শহরে যাতায়াত করি কিন্তু রাস্তার এতটাই বেহাল দশা। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। তাও জীবনের ঝুকি নিয়ে এভাবেই যাতায়াত করি।

রাস্তা অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর স্বরুপ মন্ডল। তিনি বলেন, দীর্ঘ সাত বছর ধরে এই রাস্তা খারাপ ছিল। তার মধ্যে আমরুত প্রকল্পের পানীয় জলের পাইপ বসানোর পর। রাস্তা সেভাবে মেরামত হয়নি। তাই বর্ষাকালে কিছু জায়গায় গর্ত হয়ে জল দাঁড়িয়ে পড়েছে। এতে সবার যাতায়াতে অসুবিধা হচ্ছে। রবিবার থেকে এই ভাঙ্গা রাস্তার মধ্যে বেড মিশালি পড়বে। এই রাস্তার কাজের এস্টিমেট করাও হয়েছে। বাকিটা সময়ের অপেক্ষা। দপ্তরে টাকা এলে দ্রুত এই কাজ সম্পূর্ণ করা হবে বলে তিনি জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *