অবশেষে বাস্তুভিটার পাট্টা পেল পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনীর নাগরিকেরা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ জুলাই ২০২২ : কেউ ২০ বছর কেউবা ২৫ বছর ধরে বসবাস করেও জমির পাট্টা পাচ্ছিলেন না। অবশেষে শুক্রবার জলপাইগুড়ি ২৫ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনির ৩১টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল জেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় কাউন্সিলরের সহযোগিতার। এদিন জেলাশাসক দফতরে এক কর্মসূচির মধ্য দিয়ে জমির পাট্টা তুলে দেওয়া হয়েছে। জমির পাট্টা না থাকায় পরেশ মিত্র কলোনির অসংখ্য পরিবার সরকারি বিভিন্ন সুযোগ সুবিধে থেকে বঞ্চিত হয়ে আছেন। বাংলার আবাস যোজনার ঘর, বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক প্রকল্প থেকে বঞ্চিত ছিলেন এই পুর নাগরিকরা। ভোট দিলেও সরকারি সুযোগ সুবিধে পেতেন না বলে দাবি। অবশেষে জমির পাট্টা পেয়ে সমস্যার সমাধান হল বাসিন্দাদের। পরেশ মিত্র কলোনি বাসিন্দা নিরঞ্জন দাস বলেন,” ১৯ বছর ধরে বসবাস করছি। জমির পাট্টা ছিল না। আজ কাউন্সিলরের মাধ্যমে জমির পাট্টা পেয়ে খুশি হলাম।” আরও এক বাসিন্দা সুমিতা দত্ত বলেন, “জমির পাট্টার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছি কিন্তু পাট্টা পাইনি। আজ কাউন্সিলরের উদ্যোগে পাট্টা পেলাম, খুব খুশি।” স্থানীয় কাউন্সিলর পৌষালি দাস বলেন,”নির্বাচনের আগে জমির পাট্টা দেওয়া হবে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজ ৩১জনকে জমির পাট্টা দেওয়া হল। আরও কিছু জমির পাট্টার কাগজ প্রক্রিয়া চলছে। সেগুলো দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *