শিলিগুড়ি, ৬ জুলাই: সোনার অলংকার পরিষ্কারের নাম করে দিনের বেলা অভিনব কায়দায় প্রতারণা ও চুরি—শিলিগুড়ির হায়দারপাড়া নিউ পালাপাড়া এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, সচেতনতার বার্তা দিচ্ছে পুলিশও।
৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অখিল পাল প্রতিদিনের মতো তাঁর মুদিখানার দোকানে বসে ছিলেন। দুপুরে দোকানে আসে দুই যুবক। পরিচয় দেয়—তারা বাড়ির সামগ্রী ও স্বর্ণালংকার পরিষ্কারের কাজ করে। প্রথমে তাদের প্রস্তাবে রাজি হননি অখিলবাবু। কিছুক্ষণ পর দ্বিতীয়বার ফেরে তারা, হাতে একটি সাদা পাউডারের প্যাকেট নিয়ে।

এক যুবক আচমকাই অখিলবাবুর গলায় থাকা সোনার চেন ও হাতে থাকা আংটিতে সেই পাউডার লাগিয়ে দেয়। এরপর ভয় দেখিয়ে বলে, ‘‘এই পাউডার ত্বকে লাগলে ইনফেকশন হতে পারে, অলংকার এখনই খুলে রাখতে হবে।’’
আতঙ্কিত হয়ে অখিলবাবু তৎক্ষণাৎ অলংকার খুলে দেন। তখনই প্রতারকেরা একটি বাটি এনে রাখার প্রস্তাব দেয়। অখিলবাবু অলংকার হাতে তুলে দিলে তারা বাটি-সহ অলংকার নিয়ে অভ্যস্ত কায়দায় চম্পট দেয়।
বিষয়টি বুঝতে পেরে অখিলবাবু সঙ্গে সঙ্গে বাড়ির লোককে জানান। পরে ভক্তিনগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
এধরনের প্রতারণা ইতিপূর্বেও শহরের বিভিন্ন অংশে ঘটেছে। সাধারণ মানুষকে অচেনা পরিচয়ে বিশ্বাস না করতে ও সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন।
শহরের মধ্যেই এভাবে প্রতারণার ঘটনা ক্রমশ বাড়ছে। পরিচয়পত্র ছাড়া পরিষেবা প্রদানকারীদের বিশ্বাস না করা ও আশেপাশের সন্দেহজনক কার্যকলাপ নিয়ে অবিলম্বে থানায় খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পর হায়দারপাড়ায় নতুন করে সতর্কতা মুডে স্থানীয়রা।