বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৯ জুন ২০২২ : অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে বাংলা-সহ দেশের বিভিন্ন প্রান্তে হিংসা ছড়িয়েছে। তথাপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন, অগ্নিপথ দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী সিদ্ধান্ত। মোদী সরকারের আট বছর পূর্তি উপলক্ষে রবিবার বিকেলে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি ছাইগাদা মাঠ থেকে শ্যামনগর চৌরঙ্গী মাদার ডেয়ারী পর্যন্ত মিছিলে যোগ দেন শুভেন্দু অধিকারী। মিছিল শেষে সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বললেন, ক্ষমতা থাকলে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড ও এন ভি এফ-দের উনি স্থায়ী করে দেখাক। আসামের মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেছেন, আসাম পুলিশে ৭৫ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। মমতা ব্যানার্জীর সরকার পশ্চিমবঙ্গ পুলিশে ২৫ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষণ করে দেখাক। এদিনের মিছিলে হাজির ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, বিধায়ক অসীম সরকার ও বঙ্কিম ঘোষ, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি ও পর্যবেক্ষক যথাক্রমে সন্দীপ ব্যানার্জি ও প্রবাল রাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
