সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ আগস্ট’২৩ : জিয়াউল আলম সহ পাঁচ বামপন্থী নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার নাগরিক সমাজের প্রতিনিধিরা জলপাইগুড়ির পুলিশ সুপার ও পরে জেলাশাসকের সাথে দেখা করলেন। উল্লেখ্য, তৃনমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতিকে হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে তৃনমূল ছাত্র পরিষদ এবং এসএফআই এর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর সিপিআইএম এর জেলা কমিটির পাঁচজন সদস্য শ্রমিক নেতা জিয়াউর আলম, পিযুষ মিশ্র, প্রসেনজিৎ রায়, সুদীপ চক্রবর্তী’ ও জ্যোতি বিকাশ করকে আটক করে পুলিশ। ইতিমধ্যে এই পাঁচ নেতার ২১ আগস্ট পর্যন্ত জেল হেফাজত হয়েছে।

সোমবার এই পাঁচ বামপন্থী নেতার মুক্তির দাবিতে নাগরিক সমাজের প্রতিনিধিরা জেলা পুলিশ সুপার ও জেলা শাসকের সাথে দেখা করেন। অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়ার আবেদন রাখেন। যদিও আজ সেই পাঁচ বামপন্থী নেতাদের জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে পেশ করা হবে।