সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ আগস্ট,২৩ : তৃনমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতিকে হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে তৃনমূল ছাত্র পরিষদ এবং এস এফ আই এর মধ্যে সংঘর্ষ। বুধবার রাতে জলপাইগুড়ি শহরের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল ডিবিসি রোড এলাকা।

দুই পক্ষের মধ্যে চললো হাতাহাতি এবং ইট বৃষ্টি। ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনা স্থলে আসে কোতয়ালী থানার বিরাট পুলিশ বাহিনী। নামানো হয় র্যাফ। দুই পক্ষ কে ছত্রভঙ্গ করতে মূদু লাঠি চার্য করে পুলিশ। এদিকে ঘটনায় দুই পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে বলে খবর। এদিকে এই ঘটনায়ক সিপিআইএম এর জেলা কমিটির চারজন সদস্যকে আটক করেছে পুলিশ।

জানা গেছে তৃনমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের ওপর আক্রমণের প্রতিবাদে এদিন রাতে প্রতিবাদ মিছিল বের করে জেলা তৃনমূল ছাত্রপরিষদ। ওই মিছিল ডিবিসি রোড এলাকায় থাকা সিপি আইএম পার্ট অফিসের সামনে আসার পরেই এসএফ আই কে উদ্দেশ্য করে শ্লোগান দিতে থাকে।

তবে এসএফ আই এর অভিযোগ তৃনমূল ছাত্র পরিষদ, জেলা সিপি আই এম কার্যালয়ে ভেতরে থাকা, তাদের জেলা অফিস দখল করার জন্য ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। বাধা দিলেই শুরু হয় মারামারি।