শিলিগুড়ি: শহরের ভাড়া বাড়িতে বসে রমরমিয়ে চলছিল অন্তরাজ্য কোকেন পাচারের বিশাল কারবার। এই চক্রের মূল পান্ডা পাষাণ মুকটানকে অবশেষে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত পাষাণ কার্শিয়াংয়ের বাসিন্দা এবং একসময় দিল্লির একটি কল সেন্টারে কাজ করত বলে জানা গেছে।
১১ জানুয়ারি শিলিগুড়ির খালপাড়া থেকে ডাঙ্গিপাড়ার বাসিন্দা শর্তাজ আলমকে ৯৩ গ্রাম কোকেনসহ গ্রেপ্তার করে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শর্তাজকে জিজ্ঞাসাবাদ করার পর উঠে আসে মূল পান্ডা পাষাণ তামাঙ্গের নাম। তদন্তের সূত্র ধরে বুধবার রাতে শিলিগুড়ির মেথিবাড়িতে হানা দিয়ে অভিযুক্ত পাষাণকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, পাষাণ মুকটান দিল্লি থেকে কোকেন সংগ্রহ করে শিলিগুড়ির একটি ভাড়া বাড়ি থেকে গোটা উত্তরবঙ্গ, নেপাল, ভুটান এবং বিহারে মাদক সরবরাহ করত। শিলিগুড়িকে কেন্দ্র করে এই পাচার চক্র দিনে দিনে বিস্তার লাভ করছিল।
বৃহস্পতিবার ধৃত পাষাণ মুকটানকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে শিলিগুড়ি স্পেশাল আদালতে তোলা হয়। পুলিশ এই পাচার চক্রের আরও সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
এই ঘটনার পর পুলিশের তৎপরতা এবং স্পেশাল টাস্ক ফোর্সের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের দাবি, এই চক্র ভেঙে দেওয়ার মাধ্যমে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের মাদক পাচারের ক্ষেত্রে বড় সাফল্য অর্জিত হয়েছে।
এই গ্রেপ্তারের পর কোকেন পাচার চক্রের বিভিন্ন দিক নিয়ে পুলিশ আরও গভীর তদন্ত চালাচ্ছে।