লোকসভা নির্বাচনের পরেই কলেজ নির্বাচনগুলি হবে – তৃণাঙ্কুর ভট্টাচার্য (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ জানুয়ারি’২৪ : লোকসভা নির্বাচন পেড়িয়ে গেলেই কলেজ নির্বাচন এগিয়ে নিয়ে যাওয়া হবে। কারন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন কলেজ নির্বাচনের কথা।

জলপাইগুড়ির ফার্মাসি কলেজে তৃনমূল ছাত্র পরিষদের নতুন ইউনিট গঠনের পর ছাত্রদের সাথে সম্মুখ পরিচয় করতে এসে শনিবার এই কথা জানালেন সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য । সম্প্রতি তৃনমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি গৌরব ঘোষের নেতৃত্বে ফার্মাসি কলেজে সংগঠনের প্রথম ইউনিট গঠন করা হয়। কলেজের প্রচুর ছাত্রছাত্রী ওই নতুন ইউনিটে যোগ দান করেন।

College elections will be held after the Lok Sabha elections - Trinankur Bhattacharya

এদিন বিকেলে ওই সমস্ত ছাত্রছাত্রীদের সাথে দেখা করতে আসেন রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলেজ নির্বাচন প্রশ্নে রাজ্য সভাপতি বলেন কোভিডের পূর্ববর্তী পর্যায়ে কলেজ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছিলো। কিছু বিশ্ববিদ্যালয় গুলিতে নির্বাচন শুরু হয়েছিলো। কিন্তু তার পরেই কোভিড চলে আসে। কিন্তু বর্তমান সময়ে ছয় মাস অন্তর সেমিস্টার হওয়ায় এবং এক একটি বিশ্ববিদ্যালয়ে এক এক সময়ে পরীক্ষা হওয়ার কারনে নির্বাচন করতে একটু সমস্যা হচ্ছে। তবে আশাকরা যাচ্ছে লোকসভা নির্বাচনের পরেই কলেজ নির্বাচন গুলি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *