মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির বর্ণাঢ্য শোভাযাত্রা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৩ ফেব্রুয়ারি’২৪ : মনীষী পঞ্চানন বর্মার ১৫৯তম জন্ম জয়ন্তী ও মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর জলপাইগুড়িতে। মঙ্গলবার শোভাযাত্রাটি শহরের সমাজপাড়া মনীষী পঞ্চানন বর্মার মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে রায়কতপাড়া শনিমন্দির সংলগ্ন মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবনে শেষ হয়।

মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির সভাপতি বিজয় চন্দ্র বর্মন, সম্পাদক নির্মলেন্দু রায়, বিধায়ক প্রদীপ কুমার বর্মা, পুরমাতা পাপিয়া পাল, চেয়ারম্যান ইন – কাউন্সিল স্বরূপ মন্ডল, কাউন্সিলর তপন ব‍্যানাজি, মনীন্দ্রনাথ বর্মন সহ বিভিন জেলা থেকে আগত অতিথিদের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ও বিশিষ্টজনেরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির সভাপতি বিজয় চন্দ্র বর্মন বলেন, সমিতির ৫০তম বর্ষ উদযাপন ইতিমধ্যে শুরু হয়েছে। উল্লেখ্য জলপাইগুড়ির মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কয়েক মাস ধরে চলছে বিভিন্ন অনুষ্ঠান।

Colorful procession of Manishi Panchanan Varma Memorial Society

বিশেষ করে কয়েকদিন আগেই মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবনে বসেছিল কচিকাঁচাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি দু:স্থদের জন্য কম্বল বিতরণ। তিনি আরও বলেন, আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি রাজবংশী সমাজের প্রাণপুরুষ মনিষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেও শ্রদ্ধা জানানো হবে। আগামী ৩রা মার্চ পঞ্চানন বর্মার জীবনী নিয়ে আলোচনা, এছাড়াও সাহিত্য সংস্কৃতি, লোকসংস্কৃতি এবং ভাষা নিয়ে আলোচনা রয়েছে এছাড়াও একটি গবেষণা পত্রের প্রকাশ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *