বিশ্বনবী হযরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৯ অক্টোবর : বিশ্বনবী হযরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে ক্রান্তি ব্লক মিলাদুন্ নবী যাপন কমিটির পক্ষ থেকে উত্তর সারিপাখুরি মসজিদ থেকে আদাবাড়ি মাদ্রাসা পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রা করা হলো। এছাড়াও আদাবাড়ি মাদ্রাসা মাঠে আয়োজিত বিশিষ্ট ইসলামিক বক্তা মৌলানা মুফতি রফিকুল চিশতী ধর্মীয় আলোচনা সভায় মাধ্যমে ইসলামের দৃষ্টিভঙ্গিতে হযরত মোহাম্মদের আদর্শ বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এদিন মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গদের উত্তরীয় এবং ব্যাজ পরিয়ে সংবর্ধিত করা হয় ।দশমীর দিনে ঘটে যাওয়া মাল নদীতে দুঃসাহসিক উদ্ধারকারী চার যুবককে মঞ্চ থেকে কমিটির পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় এবং মানপত্র তুলে দেওয়া হয়। মিলাদুন নবী কমিটির সভাপতি হাজী ইয়াজউদ্দিন আহমেদ বক্তব্যের মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের উন্নয়নমূলক কাজগুলির ভুয়সী প্রশংসা করেন। উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানালেন, আমরা বিগত ২০১৪ সাল থেকে মিলাদুন্নবী পদযাত্রা এবং ধর্মীয় বিষয়ে আলোচনা সভার আয়োজন করে থাকি কিন্তু বিগত দুবছর করোনা আবহে করতে না পারায় এবছর আয়োজন করেছি, হযরত মুহাম্মদ এর আদর্শ সকল ধর্মের মানুষের অনুপ্রাণিত করে থাকে এবং সকল ধর্ম অবলম্বনে মানুষের জন্য ও বিশ্ব শান্তি উদ্দেশ্যে দোয়া মোনাজাত করা হবে, শেষে সকলের জন্য তবারকের আয়োজন করা হয়েছে। এদিন বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক, ক্রান্তি ফাঁড়ির ওসি সুব্রত গুণ, লাটাগুড়ি রেঞ্জ অফিসার, বিশিষ্ট হাজিগণ, প্রমূখ। পদযাত্রাকে ঘিরে প্রশাসনিক নিরাপত্তা ছিল চোখে পড়ার মত এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষের উৎসাহ ছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *