
সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ ফেব্রুয়ারি’২৪ : আজ শুক্রবার ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৯শে ফেব্রুয়ারি। এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৫০০জন। এর মধ্যে ছাত্রী সংখ্যা ১১ হাজার ও ছাত্র রয়েছে ৭ হাজার ৫০০ জন। অর্থাৎ ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি। এবছরের পরীক্ষার মেইন ভেনুর সংখ্যা ১৭ টি। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭৫ টি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলায় ১১ কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে রাখা হয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা আটকানো সহ নিরাপত্তা দিক দিয়ে যাতে কোন ও প্রকার ঘাটতি না থাকে তার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা কেন্দ্র গুলিতে মেটাল ডিরেক্টর এর ব্যবহার ও লক্ষ্য করা গেছে । সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত ধরনের প্রশাসনিক ব্যবস্থা লক্ষ্য করা গেছে এদিন পরীক্ষা কেন্দ্র গুলিতে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল তৃণমূল ছাত্র পরিষদ। উল্লেখ্য আজকে শুরু হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা । এদিন শুক্রবার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও পেন তুলে দেওয়া হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন শহর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার শুভজিৎ দত্ত, অঙ্কিতা দেব, মিষ্টি সিং, প্রতীক দেবনাথ, শুভজিৎ মিত্র, মেহেবুব আলম, আনিসুর রহমান প্রমুখ। জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার শুভজিৎ দত্ত জানান আজ থেকে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তার পাশাপাশি কলম ও জলের বোতল তুলে দেওয়ার হয়। মূলত পরীক্ষার্থীদের অনুপ্রেরণা দিতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ছাত্র নেতা ।