বেগম ফয়জন্নেসা বালিকা বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন সম্পন্ন

জলপাইগুড়ি : জলপাইগুড়ি বেগম ফয়জন্নেসা বালিকা বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবের দু’দিনব্যাপী অনুষ্ঠান রবিবার সমাপ্ত হয়েছে। জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে ১৮ ও ১৯ জানুয়ারি এই বিশেষ উৎসব পালিত হয়।

১৮ জানুয়ারি শনিবার ছিল বিদ্যালয়ের বর্তমান ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার ছিল রহিরাগত শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পীরা—শর্মিতা দত্ত, প্রণয় মজুমদার এবং অর্পিতা দাস।

উৎসব কমিটির যুগ্ম সম্পাদিকা মিমি রায় জানান, বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে শুরু হয়। সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবারের অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ। রবিবারের অনুষ্ঠানে রহিরাগত শিল্পীদের সঙ্গীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

মিমি রায় বলেন, “প্ল্যাটিনাম জয়ন্তী আমাদের বিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। সারা বছর ধরে আমরা নানা অনুষ্ঠান করেছি। আজকের এই সমাপ্তি অনুষ্ঠানে দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা আপ্লুত।”

বিদ্যালয়ের এই বিশেষ উদযাপন বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *