জলপাইগুড়ি : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ে প্রয়াত নেতার ছবির সামনে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি জ্বালিয়ে তাঁকে স্মরণ করেন কংগ্রেস কর্মীরা। তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতাও পালন করা হয়।
জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, “ডক্টর মনমোহন সিং-এর মৃত্যু আমাদের কাছে অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন দক্ষ অর্থনীতিবিদ ও কর্মনিষ্ঠ নেতা। তাঁর কর্মকুশলতায় ভারতবাসী চিরকাল স্মরণ করবে।”

ডক্টর মনমোহন সিং-এর সময় দেশ পেয়েছে একাধিক গুরুত্বপূর্ণ আইন ও প্রকল্প। ১০০ দিনের কাজের প্রকল্প (MGNREGA), তথ্যের অধিকার আইন (RTI Act) এবং খাদ্য সুরক্ষা আইন তাঁর নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। তিনি অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে দেশের অর্থনীতিকে সুসংহত করার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রেখেছেন।
কংগ্রেস কর্মীদের বক্তব্য, মনমোহন সিং ছিলেন একজন শান্ত কিন্তু কাজের মানুষ। তাঁর মৃত্যু শুধুমাত্র কংগ্রেস নয়, সমগ্র দেশবাসীর জন্য এক বিশাল ক্ষতি। স্মরণসভায় উপস্থিত নেতাকর্মীরা তাঁর অবদান এবং দেশসেবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ডক্টর মনমোহন সিং-এর প্রয়াণে শোকস্তব্ধ গোটা জলপাইগুড়ি জেলা কংগ্রেস। তাঁকে স্মরণে এদিনের আয়োজন যেন তাঁর প্রতি কৃতজ্ঞতার প্রকাশ।