
সংবাদদাতা, জলপাইগুড়ি : আমরুত প্রকল্পের কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে সরব হল জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার এ নিয়ে শহর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে এমইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে একাধিক প্রশ্ন তুলে দাবিপত্র দেওয়া হয়। পাশাপাশি বিক্ষোভেও সামিল হন দলের নেতা কর্মীরা। ঘটনাকে ঘিরে এদিন সাময়িক উত্তেজনা দেখা দেয় দপ্তরে।

কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এমইডি দপ্তরে পুলিশ মোতায়েন ছিল। সংগঠনের দাবী জলপাইগুড়ি পুরসভা এলাকার ৯০% রাস্তাই বেহাল আমরুত প্রকল্পের পাইপ বসানোর জন্য। কিন্তু দীর্ঘদিন হয়ে গেল সেই বেহাল রাস্তাগুলো মেরামত করা হয় নি।

শহর ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সি বলেন, আমরুত প্রকল্পের কাজ নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এমইডি দপ্তরের সাথে যুক্ত রয়েছেন জলপাইগুড়ি পুরসভার একাধিক আধিকারিকরা বলে অভিযোগ তোলেন তিনি। প্রকল্পের জন্য শহরের একাধিক বেহাল রাস্তা মেরামতের টাকা এলেও সেই টাকা আত্মসাৎ করা হয়েছে অভিযোগ তোলে কংগ্রেস। আগামী ১০দিনের মধ্যে যথাযথ উত্তর না পেলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনে আইনের মাধ্যমে ইডিকে দিয়ে তদন্তেরও দাবি জানানো হবে বলে জানান অম্লান বাবু।

এবিষয়ে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জিৎনাথ দুবে বলেন, দুর্নীতির অভিযোগ সত্য নয়। প্রকল্পটি যেহেতু বড় তাই সময় লাগছে। সমস্ত সরকারি নিয়ম মেনেই কাজ হচ্ছে বলে তিনি জানান।