তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষকে পদ থেকে সরানোর দাবী তুললো কংগ্রেস

সংবাদদাতা, জলপাইগুড়ি : আত্মসমর্পণকারী তৃণমূল কাউন্সিলরকে অবিলম্বে কাউন্সিলর পদ থেকে সরিয়ে দেওয়া উচিত বলে জানালেন জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেসের সভাপতি অম্লান মুন্সি।

সন্দীপ ঘোষ

জলপাইগুড়িতে দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত পুরসভার 14 নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ গতকাল বুধবার কোতয়ালী থানায় আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ তাকে আদালতে তুলে পাঁচ দিনের জন্য হেফাজতে নেয়। কাউন্সিলরের গ্রেপ্তারের পর ওয়ার্ডের বাসিন্দাদের কথা চিন্তা করে, পরিষেবা বহাল রাখতে অবিলম্বে কাউন্সিলরের পদ থেকে তাকে সরানোর দাবি তুললো জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেসের সভাপতি অম্লান মুন্সি। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন। তিনি আরও বলেন, একজন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে। এটা আমাদের পক্ষে ভালো নয়। কারণ মানুষ আমাদের ভরসা করে নির্বাচিত করেছেন। তাই 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যদি সত্যি দোষী হয় তাহলে আইন তাকে উপযুক্ত শাস্তি দেবে। শাসক দলের কাউন্সিলর হিসেবে তিনি যেন কোন বাড়তি সুবিধা না পান। আবার যদি দোষী না হন তবে তিনি যেন বিনা দোষে কোনরকম শাস্তি না পান। পুরো বিষয়টি এখন আইনের বিষয়। অম্লান বাবু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, 14 নং ওয়ার্ডের মানুষের কথা চিন্তা করে অবশ্যই সন্দীপ বাবুকে তার পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং পরবর্তীকালে তিনি যদি নির্দোষ প্রমাণিত হয়ে আসেন তাহলে আবার তিনি 14 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হবেন তা নিয়ে আমার কোন আক্ষেপ নেই। কিন্তু এই মূহুর্তে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে তাঁকে অবিলম্বে কাউন্সিলর পদ থেকে সরানো উচিত বলে মনে করেন অম্লান বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *