বাইরন চলে যাওয়ায় সাইরেন বাজলো কংগ্রেসের, রসিকতা বিজেপি রাজ্য সভাপতির (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩০ মে ২০২৩ : তৃণমূলকে রাজ্য থেকে বিদায় করতে হলে বিজেপিকেই ভোট দিতে হবে, সিপিএম বা কংগ্রেসকে দেওয়া মানে ভোট নষ্ট। বাইরনের তৃণমূলে যোগদান প্রসঙ্গে বললেন সুকান্ত মজুমদার। মঙ্গলবার দলীয় কর্মসূচিতে অংশ নিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে পৌঁছেছেন।

শিলিগুড়ি থেকে ধুপগুড়ি যাওয়ার পথে জলপাইগুড়ির গোসালা মোড়ে জাতীয় সড়কের পাশে দলের রাজ্য সভাপতিকে সংবর্ধনা দেন জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী সহ মহিলা মোর্চার সদস্যারা। সংবর্ধনা স্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় রাজ্য বিজেপি সভাপতি বলেন, সাগরদিঘীর ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি।

কংগ্রেস দলের টিকিটে জিতে বাইরন বিশ্বাস তৃণমূলে চলে যাওয়ার ঘটনা নিয়ে রসিকতা করে বলেন, বাইরন চলে যাওয়ায় কংগ্রেসের সাইরেন বেজে গেল। এই রাজ্যে থেকে তৃণমূলকে উৎখাত করতে হলে একমাত্র বিজেপিকেই ভোট দিতে হবে।

এছাড়া অন্য কোনো দলকে ভোট দিলে সেই ভোট নষ্ট হবে। বিজেপি বিধায়কদের এলাকায় উন্নয়ন নিয়ে করা প্রশ্নের জবাবে সুকান্ত বাবু বলেন, মাত্র সত্তর লক্ষ টাকা দিয়ে একটি বিধায়ক কতটা উন্নয়ন করবে। কর্ণাটকে বিজেপি সরকার থাকা কালীন তিন কোটি টাকা করে এক একজন বিধায়ককে দেওয়া হতো। এখানেও দিক উন্নয়ন অবশ্যই আরও বেশি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *