অসুস্থ রিয়াংশুর চিকিৎসায় সহায়তার হাত বাড়াল নির্মাণ শ্রমিক সংগঠন

জলপাইগুড়ি : ৯ মাসের শিশু রিয়াংশুর জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ি নির্মাণ শ্রমিক সংগঠনের সদস্যরা। বুধবার পুরাতন পান্ডাপাড়া এলাকার পার্কের মোড়ে পরিবারের হাতে কুড়ি হাজার টাকা তুলে দেন সংগঠনের নেতৃত্ব। কিডনিজনিত সমস্যায় ভুগছে রিয়াংশু। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে এদিনই হয়েছে তার অপারেশন। চিকিৎসার খরচ পড়ছে প্রায় তিন লক্ষাধিক টাকা।

পরিবারের দাবি, দিনমজুর বাবা কৌশিক রায় এবং গৃহিণী মায়ের পক্ষে এত বিপুল অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব হয়ে উঠেছে। সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পরই এগিয়ে এলেন শ্রমিক সংগঠনের সদস্যরা। শিশুর মামার হাতে তুলে দেওয়া হয় এই আর্থিক সাহায্য।

রিয়াংশুর পরিবার জানিয়েছে—এখনও অনেক অর্থের প্রয়োজন। তাই আরও সাধারণ মানুষ যাতে এগিয়ে আসেন, সেই আবেদন জানিয়েছেন তারা। সাহায্যের জন্য যোগাযোগ নম্বরও প্রকাশ করেছেন পরিবারের পক্ষ থেকে—7001346734। এই নম্বরে ফোন বা অনলাইন ট্রান্সফারের মাধ্যমেও সাহায্য করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *