ময়নাগুড়িতে জাতীয় সড়কে কন্টেইনার লরি উল্টে চাঞ্চল্য

জলপাইগুড়ি: শুক্রবার ময়নাগুড়ির রানীরহাট মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ওপর আচমকা উল্টে যায় একটি দূরপাল্লার কন্টেইনার লরি। ঘটনায় মুহূর্তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রায় আধ ঘণ্টা ওই সড়কের ওয়ানওয়ে পরিষেবা ব্যাহত হলেও বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেছে।

স্থানীয়রা জানান, ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ফাঁকা রাস্তায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেইনারটি মাঝরাস্তায় উল্টে পড়ে যায়। বিকট শব্দে চমকে উঠে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। সৌভাগ্যবশত, কোনো হতাহতের খবর মেলেনি।

Container lorry overturns on national highway in Maynaguri causing panic

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কন্টেইনার সরানোর ব্যবস্থা করে। পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই জাতীয় সড়কে ফের স্বাভাবিক হয় যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *