সংবাদদাতা, জলপাইগুড়ি : রাজ্য জুড়ে যখন আলোচনার শীর্ষে কেন্দ্রীয় বাহিনী, ঠিক তখনই ২১ সালে জেলা ব্যাপী কেন্দ্রীয় বাহিনীর থাকা খাওয়ার বকেয়া বিলের দাবীতে উত্তাল জলপাইগুড়ি পূর্ত দপ্তরের ঠিকাদার মঞ্চ।

এই মুহুর্তে বঙ্গ রাজনীতি থেকে আইনি মহলে যাদের নিয়ে হৈ চৈ পরে গেছে সেই কেন্দ্রিয় বাহিনীর খাওয়া থাকার বকেয়া বিল প্রদানের দাবিতে রীতিমত মঞ্চ তৈরী করে আন্দোলনে নামতে দেখা গেলো জলপাইগুড়ি পূর্ত দপ্তরের ঠিকাদারদের একটি অংশকে। ঘটনা প্রসঙ্গে আন্দোলনরত কন্ট্রাক্টর হিমাদ্রী কর এবং গৌতম তিওয়ারি ক্ষোভের সঙ্গে বলেন, দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এই জেলা জুড়ে যে কেন্দ্রিয় বাহিনির জওয়ানদের মোতায়ন করা হয়েছিলো তাদের থাকার জায়গা এবং খাবারের দায়িত্ব পালন করেছিলাম আমরা। এই বাবদ খরচ মোট ৬ কোটি ৭৮ লক্ষ টাকা আজ পর্যন্ত পূর্ত দপ্তর আমাদের মেটায় নি। বহুবার বহু রকমের আবেদন নিবেদন করার পরেও শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বকেয়া বিল মেটানোর বিষয়ে। ভেবেছিলাম পঞ্চায়েত নির্বাচনের আগে বকেয়া টাকা পেয়ে যাব। কিন্তু কোন বকেয়া না মেটায় আজ আমাদের পরিবার মিলিয়ে সঙ্গে প্রায় একশোটি প্রাণের দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই বাধ্য হয়ে পথে নামতে হয়েছে।