তৃণমূলে যোগদান নিয়ে বিতর্কের ঝড়, ‘তাঁরা বিজেপি করতেনই না’ দাবি অর্জুন সিংয়ের

ব্যারাকপুর: রাজনৈতিক পট পরিবর্তনের উত্তাপ বাড়ছে শিউলিতে। রবিবার রাতে এক হাজারেরও বেশি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করল শাসকদল। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু-র হাত ধরে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। এমনকি বিজেপির বিভাগ কনভেনার অভিষেক চট্টোপাধ্যায়ও তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

কিন্তু এই পুরো ঘটনাকে ঘিরেই ছড়াল বিতর্ক। বিজেপি নেতা অর্জুন সিং সাফ জানিয়ে দিলেন, “যারা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের কেউই বিজেপি করতেন না। ওখানে সাত হাজার সংখ্যালঘু ভোটারের মধ্যে বিজেপির এক হাজার কর্মী নেই। তাহলে এতজন তৃণমূলে যোগ দিলেন কী করে?”

রাজনৈতিক মহলে এখন প্রশ্ন, এটি কি সত্যিকারের দলবদল, না কি রাজনৈতিক চমক তৈরির কৌশল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *