জলপাইগুড়ি শহরে রাস্তার নামকরণ নিয়ে বিতর্ক (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ ফেব্রুয়ারি’২৪ : সম্প্রতি জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে শহরের দুটি রাস্তার নামকরণ করা হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবের নামে। কিন্তু সদ্য নামাঙ্কিত ইস্টবেঙ্গল সরণী নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ বাবু পাড়া থেকে থানা মোড় পর্যন্ত যে রাস্তার নামকরণ ইস্টবেঙ্গল সরণী করা হয়েছে সেই রাস্তার একটা নির্দিষ্ট নাম আগে থেকেই ছিল। বাবু পাড়ার বাসিন্দাদের দাবি, সন্তু চট্টোপাধ্যায়ের প্রয়াত পিতা দূর্গা প্রসাদ চট্টোপাধ্যায়ের নামে ওই রাস্তার নামকরণ দুর্গা প্রসাদ সরণী করা হয়েছিল ১৯৯৭ সালে। সেই পুরোনো নাম বদলে নতুন নামকরণের নীরব প্রতিবাদ জানিয়েছেন বাবুপাড়ার বাসিন্দারা।


চট্টোপাধ্যায় পরিবারের সদস্য সন্তু চট্টোপাধ্যায় বলেন, বহু বছর থেকেই বাবুপাড়ার এই রাস্তাটির নাম ছিল দূর্গা প্রসাদ সরণী। কিন্তু জলপাইগুড়ি পুরসভা আমাদের সাথে আলোচনা না করেই এই রাস্তার নাম বদল করে দিল। যা আমাদের ব্যথীত করেছে। একটা নামাঙ্কিত রাস্তার নামকরণের পরিবর্তে শহরের অন্য কোন নামহীন রাস্তার নামকরণ করা যেত। নতুন নামকরণ নিয়ে তারা এতটাই ব্যথিত যে ইস্টবেঙ্গল সরণির উদ্বোধনের দিন তাদের পরিবারের কেউ সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নি।

সন্তু চট্টোপাধ্যায়ের ভাই চঞ্চল চট্টোপাধ্যায় বলেন, পুরসভা যে বলছে এই রাস্তার নামকরণের কোন রেকর্ড নেই সেটা ঠিক নয়। তবে এবার পুরসভা রাস্তার নতুন নামকরণের আগে তাদের পরিবারের সাথে কোনরকম যোগাযোগ করে নি।

Controversy over street naming in Jalpaiguri town

যদিও এই বিষয়ে পুরসভার পুরমাতা পাপিয়া পাল জানিয়েছেন, ওই রাস্তার আগের নামকরণের কোন রেকর্ড তাদের কাছে নেই। ওখানে একটা স্মারক ফলক ছিল। কোন কারনে সেই স্মারক ফলকটি ভেঙে গেছে। সকলের সাথে আলোচনা করেই নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও ঐ জায়গায় কারো নামের স্মারক থেকে থাকে তাহলে তাদের স্মারক আবার সেখানে তৈরি করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *