সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ নভেম্বর’২৩ : আজ জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমের সভা কক্ষে নাগরিক সংগঠন ‘অভিমুখ’ ও বঙ্গীয় ভূগোল মঞ্চ জলপাইগুড়ি জেলা শাখার যৌথ উদ্যোগে শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ‘করলা’ নদী বাঁচানোর স্বার্থে এক আলোচনা সভা সংগঠিত হয়। এই সভার প্রারম্ভিক সূচনা করেন অভিমুখের আহ্বায়ক প্রশান্ত নাথ চৌধুরী। সভার শুরুতেই আজকে “সংবিধান দিবসের” প্রাসঙ্গিকতা যথাযথ মর্যাদায় স্মরণ করা হয়।

এরপর ভূগোল মঞ্চের অন্যতম বিশিষ্ট গবেষক জাতিস্মর ভারতী “বিপন্ন করলা” শীর্ষক তথ্য চিত্র বিশ্লেষণ করে ব্যাখ্যা করেন। এই তথ্য চিত্রে করলা নদী কিভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে তার বিভিন্ন বিজ্ঞান সম্মত পর্যবেক্ষণ ফুটে উঠে। এই তথ্য চিত্রের উপর আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী কমল কৃষ্ণ ব্যানার্জী, গৌতম গুহ রায়, দেবাঞ্জন ভৌমিক, পার্থ ব্যানার্জী, সব্যসাচী রায়, সূর্য কমল বণিক। করলা নদীর দূষণ কমানো, নাব্যতা বৃদ্ধি, সঠিক বিজ্ঞান সম্মত পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি গ্ৰহণ, বেআইনি মৎস্য শিকার বন্ধ করা, শহরের জলাভূমি বেআইনী জবরদখল ইত্যাদি বিষয়ে শহরে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি সহ আন্দোলন করবার সিদ্ধান্ত গৃহীত হয়। সুদীর্ঘ কাল ধরে করলা নদী পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে যে ধরনের অবৈজ্ঞানিক কাজ করম চলছে তা নিয়ে গভীর উদ্বেগ কনভেনশনে আলোচিত হয়।

জলপাইগুড়ি শহরের ফুসফুস করলা নদী রক্ষার আন্দোলনের গতি বৃদ্ধি করবার লক্ষ্যে বিস্তারিত রিপোর্ট খুব সত্ত্বর প্রকাশ করা হবে বলে জানান আয়োজকদের পক্ষে আলোচনা সভার সংযোজক সুকল্যাণ ভট্টাচার্য। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অভিমুখের অন্যতম সদস্যা ডালিয়া চৌধুরী। আজকের কর্মসূচিতে উপস্থিত শহরের অন্যতম প্রবীণ আইনজীবী সমাজকর্মী কমল কৃষ্ণ ব্যানার্জী বলেন, “দেরী হলেও করলা রক্ষার আন্দোলন নতুন করে শুরু হয়েছে, এটাই আশার দিক।” অনুষ্ঠানে উপস্থিত উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিষয়ের অধ্যাপক রূপক পাল বলেন, “করলা নদী পুনরুদ্ধার সহ জলপাইগুড়ি শহরের পরিবেশ রক্ষার আন্দোলন যা অভিমুখ ও ভূগোল মঞ্চ শুরু করেছে তা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। ”